E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অজয় রায়ের ৮৯তম জন্মবার্ষিকী আজ

২০১৭ ডিসেম্বর ৩০ ১৪:৪৪:০১
অজয় রায়ের ৮৯তম জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : দেশের বাম-প্রগতিশীল রাজনীতির প্রাণপুরুষ, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অজয় রায়ের ৮৯তম জন্মবার্ষিকী আজ। 

১৯২৮ সালের এই দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্ম গ্রহণ করেন অজয় রায়। স্কুলজীবনেই যুক্ত হন কমিউনিস্ট পার্টির সঙ্গে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি।

১৯৭২ সালে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন কমরেড অজয় রায়। ২০১০ সালে 'সম্মিলিত সামাজিক আন্দোলন' নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনটির সভাপতির দায়িত্বে ছিলেন দেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব। গত বছরের ১৭ অক্টোবর ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test