E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমাবেশ নির্বিঘ্ন করতে সহযোগিতা চাইলেন ফখরুল

২০১৮ জানুয়ারি ০২ ১৫:২৭:৩৬
সমাবেশ নির্বিঘ্ন করতে সহযোগিতা চাইলেন ফখরুল

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আয়োজিত ছাত্র সমাবেশ নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা চান।

তিনি বলেন, ছাত্র সমাবেশ ঘিরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছিল। কিন্তু আজ সকাল ১০টার দিকে ছাত্র সমাবেশস্থল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মূল ফটকে তালা লাগিয়ে দেয়া হয়েছে। অথচ অনুমতির জন্য প্রায় এক মাস আগে আবেদন করা হয়েছে। হল কর্তৃপক্ষ এবং পুলিশ অনুমতিও দিয়েছিল। এখন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ জানায়, সুপ্রীম কোর্টে রাষ্ট্রপতির একটি প্রোগ্রাম আছে। তাই তারা নিরাপত্তার স্বার্থে ছাত্র সমাবেশ করতে আপত্তি ও বারণ করেছেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, অনুমোদনকৃত অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা ও গড়িমসি করা গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। এতে আরো প্রমাণিত হয় এই সরকারের আমলে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালনা করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে যারা সরকারে অাছে তারা কেউ ভোটে নির্বাচিত হয়নি। তাই তারা সামনে যে নির্বাচন আসছে তাতে বিরোধী দল অংশগ্রহণ করুক তা চায় না। কারণ বিভিন্ন জরিপে এসে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীনরা জয়ী হতে পারবে না। তাদের আসল উদ্দেশ্য বিএনপি যেন সুষ্ঠু অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরককার এবং প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ আছে বলে মনে করি না। খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন হবে না। তাই আমরা বলে আসছি সংলাপ আলাপ আলোচনার পরিবেশ তৈরি করুন। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। কারণ খালেদা জিয়াকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পরিবেশ অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচনকালীন সরকার জনগণের অধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সরকারকে বাধ্য করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

(ওএস/এসপি/জানুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test