E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আতিকুল তমিজি ও রাসেল 

২০১৮ জানুয়ারি ০৬ ১৮:৪৭:৩৭
শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আতিকুল তমিজি ও রাসেল 

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : অাসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। নির্বাচনকে সামনে রেখে আলোচনায় সরগরম হয়ে উঠেছে পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে শহরের অলিগলি সর্বত্র। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মাঠে-ঘাট চষে বেড়াচ্ছেন বিপুল উদ্দীপনায়।

এদিকে , বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী ২৬শে ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনের কথা ঘোষণা করেছে। পাশাপাশি কমিশন বলছে, একই দিনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চলে যুক্ত হওয়া ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদেও নির্বাচন হবে।

ঢাকা উত্তরের মেয়র পদের উপনির্বাচনে ক্ষমতাসীল দল আওয়ামীলীগের ব্যানারে একাধিক প্রার্থী কাজ করলেও আলোচনায় রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, হক গ্রুপ এর স্বত্বাধিকারী সফল ব্যবসায়ী ও সমাজসেবক আদম তমিজি হক এবং দেশের বিশিষ্ট কবি ও তরুণ রাজনীতিক রাশেল আশেকি। এদের যে কেউ পেতে পারেন আওয়ামীলীগের মনোনয়ন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইতোমধ্যে প্রচার শুরু করেছেন ওই তিন সম্ভাব্য মেয়র প্রার্থী।

উত্তর সিটির বিভিন্ন জায়গায় বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম , হক গ্রুপ এর স্বত্বাধিকারী সফল ব্যবসায়ী ও সমাজসেবক আদম তমিজি হক ও কবি রাসেল আশেকিকে 'মেয়র হিসেবে দেখতে চাই' লেখা ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। আওয়ামীলীগের একটি সূত্র বলছে, আইনি জটিলতা থাকলেও নির্বাচন হবে বলে ধরে নিয়েই আওয়ামী লীগ এগোতে চায়।

আর একটি সূত্র জানায়, আওয়ামীলীগের সম্ভাব্য তিন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, আদম তমিজি হক ও কবি রাসেল আশেকি ইতোমধ্যে নগরবাসীকে একটি আধুনিক ঢাকা ‍উপহার দিতে যেসব কাজ করা প্রয়োজন সেভাবে রোডম্যাপ তৈরি করেছেন।

আতিকুল ইসলাম ২০১৩-১৪ মেয়াদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত পরিষদের ব্যানারে রপ্তানিমুখি তৈরী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি ইসলাম গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার ভাই তাফাজ্জাল ইসলাম প্রধান বিচারপতি ছিলেন। তার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায় দেন।

অন্যদিকে হক গ্রুপ এর স্বত্বাধিকারী সফল ব্যবসায়ী ও সমাজসেবক আদম তমিজি হক দীর্ঘদীন প্রবাস জীবন শেষ করে ২০১০ সালে হক গ্রুপের দায়িত্ব নেন এবং গুলশান-বারিধারায় তিনি সমাজসেবা মূলক কাজে যুক্ত হন।কিছুদিন পূর্বে ক্ষমতাসীল দল আওয়ামীলীগে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতিতে পর্দাপন করেন। দলীয় হাইকমান্ড থেকে সিগন্যাল পেয়ে তিনি সিটি মেয়র পদে প্রার্থী হয়েছেন।

কবি রাসেল আশেকি তরুণ কবি হিসেবেই তিনি একটি জায়গা করে নিয়েছেন। তিনি গত সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা সেলের কর্মকর্তা হিসেবে সফলতার পরিচয় দিয়েছেন।

গুলশান-বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই সিটিতে ক্লিন ইমেজের এমন তিন জন লোকের মধ্য থেকেই একজনকে মেয়র পদে মনোনয়ন দিলে সুফল পাওয়া যাবে বলে ভাবছে আওয়ামী লীগ। অবশ্য সবটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতির ওপর। তাই নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রার্থী আতিকুল ইসলাম, আদম তমিজি হক ও কবি রাসেল আশেকি।

(পিএস/এসপি/জানুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test