E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'আমি শেখ হাসিনার ভিশন-মিশন বাস্তবায়ন করতে চাই'

২০১৮ জানুয়ারি ০৭ ০৮:৩৬:০৩
'আমি শেখ হাসিনার ভিশন-মিশন বাস্তবায়ন করতে চাই'

স্টাফ রিপোর্টার : শনিবার সারাদিন কাওরান বাজারে সর্বস্তরের নাগরিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে জনসংযোগ শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী কবি রাসেল আশেকী সন্ধ্যায় গিয়েছিলেন জাতীয় জাদুঘরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে।

সেলিব্রেটি আবৃত্তিশিল্পী মেহেদী হাসান ও শাহিদা সুলতানার যৌথ আবৃত্তির এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিশেষ অতিথি জাদুঘরের মহাপরিচালক লতিফ চৌধুরী। মতবিনিময় ও আত্মিক সংযোগের সময় হলভর্তি সবাই রাসেল আশেকীকে সাদরে গ্রহণ করে মেয়র হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। রাসেল আশেকী বলেন, আর কয়েকটা দিন বাকি, আমি নমিনেশন পেলে বিপুল ভোটে নির্বাচিত হবো এবং ডিএনসিসি হবে শান্তি সম্প্রীতি ও সংস্কৃতির শহর। এইচ টি ইমাম জাদুঘরে পৌঁছেই শত শত ছাত্রনেতা ও সংস্কৃতি কর্মীদের সামনে রাসেল আশেকীকে লক্ষ্য করে বলেন, এই হলো রাজনৈতিক সংস্কৃতি, আমি পৌঁছানোর আগেই মেয়র প্রার্থী রাসেল আশেকী উপস্থিত। তখন রাসেল আশেকী বলেন, স্যার আমি এভাবেই মানুষের দরজায় দরজায় গিয়ে সেবা ও সহযোগিতার হাত বাড়াতে চাই। নগর পিতা নয়, নগর নেতা নয়, নগর বন্ধু হিসেবেই নগরবাসীর সহযোগী হিসেবে বিশ্বমানবতার জননী শেখ হাসিনার ভিশন-মিশন বাস্তবায়ন করতে চাই।

(পিএস/অ/জানুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test