E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনিসুল হকের কাজের শেষ থেকে শুরু করতে চাই : আতিকুল

২০১৮ জানুয়ারি ০৭ ১৫:১৬:৩১
আনিসুল হকের কাজের শেষ থেকে শুরু করতে চাই : আতিকুল

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, প্রয়াত মেয়র আনিস ভাই (আনিসুল হক) যেখান থেকে কাজ সমাপ্ত করে আমাদের ছেড়ে চলে গেছেন, আমি যদি আপনাদের দোয়ায় মেয়র নির্বাচিত হতে পারি তাহলে সেখান থেকেই কাজ শুরু করব।

রবিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জনসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক দিনরাত পরিশ্রম করে গেছেন। উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি চাই, আনিস ভাই যেখান থেকে তার কাজ সমাপ্ত করে চলে গেছেন। আমি সেখান থেকে তার কাজ শুরু করব।

তিনি বলেন, ‘আমি একটি দিন, এক মুহূর্ত সময়ও নষ্ট করবো না। আমার নেয়ার কিছু নেই, দেয়ার পালা।’

এই মেয়রপ্রার্থী বলেন, আমি প্রধানমন্ত্রী ও তার দলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে বেছে নিয়েছেন। আমি আশা করি আপনাদের এবং ডিএনসিসি এলাকাবাসীর আশা পূরণ করতে পারবো।

জনসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে দোয়া প্রার্থনা করেন। কারওয়ানবাজার থেকে জনসংযোগ শুরু হয়ে তেজগাঁও রেলগেট পাশে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় কাউন্সিলর শামীম আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জানুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test