E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী নির্যাতনের পরিসংখ্যানে নির্বাক খালেদা

২০১৮ জানুয়ারি ০৮ ১৫:৫৪:৫৫
নারী নির্যাতনের পরিসংখ্যানে নির্বাক খালেদা

স্টাফ রিপোর্টার : গত বছর ধর্ষণ ও নারী হত্যার যে পরিসংখ্যান মহিলা পরিষদ দিয়েছে তাতে উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই পরিসংখ্যান দেখে তিনি নির্বাক বলেও জানিয়েছেন।

সোমবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।

খালেদা জিয়া বলেন, ‘মহিলা পরিষদ বলছে, ২০১৭ সালে এক হাজার ২৫১ জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে। গ্যাংরেপ হয়েছে ২২৪ জন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৫৮ জন। আইনশৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক। জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে।’

(ওএস/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test