E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাদেরের নেতৃত্বে শীতার্তদের পাশে যাচ্ছে আ.লীগ

২০১৮ জানুয়ারি ০৮ ১৭:৩৩:০৫
কাদেরের নেতৃত্বে শীতার্তদের পাশে যাচ্ছে আ.লীগ

স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গের শীতার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজই উত্তরবঙ্গ যাচ্ছেন।

সোমবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের পক্ষ থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ করবে। উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির কারণে আজকের দলের সম্পাদকমণ্ডলীর সভা স্থগিত করা হয়েছে।

জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, আজকে আমরা নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করবো। এছাড়াও আগামীকাল পঞ্চগড় ও ঠাকুরগাঁওতে শীতবস্ত্র বিতরণ করবো। আমাদের সরকার সবসময়ই গরীব-দুঃখীদের পাশে আছে এবং থাকবে।

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের উত্তরের জনপদ। হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের ইতিহাসে যা সর্বনিম্ন।

এছাড়া পাশের জেলা নীলফামারীর তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দিনাজপুরের তাপমাত্রাও তিন ডিগ্রি ছুঁইছুঁই করছে। সেখানে আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তথ্য আমরা পেয়েছি। এটি ১৯৬৮ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা।

(ওএস/এসপি/জানুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test