E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগ জাতীয় নির্বাচন বানাচলের চেষ্টা করবে : মওমুদ

২০১৮ জানুয়ারি ২০ ১৮:১২:১৭
আ.লীগ জাতীয় নির্বাচন বানাচলের চেষ্টা করবে : মওমুদ

স্টাফ রিপোর্টার : বিএনপি নির্বাচনী মাঠে নামছে ‘গণজোয়ার’ দেখে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন বানাচলের চেষ্টা করবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনায় বিএনপি নেতা এ কথা বলেন। এই সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।

ডিসিসি নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার বিষয়ে ইঙ্গিত করে মওদুদ নেতা বলেন, ‘একবার মাঠে নামলে যে গণজোয়ার দেখবে, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার জন্য তখনও ওই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে।’

আদালতের নির্দেশে আগামী ২৬ ফেব্রুয়ারির ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় সরকারকে দায়ী করছে বিএনপি। বিএনপি ও আওয়ামী লীগের একজন করে নেতার রিট আবেদনে ভোট স্থগিত হওয়ার পর বিএনপি তফসিলে ত্রুটি ছিল বলে অভিযোগ করেছে। আর আওয়ামী লীগ নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় নির্বাচন কমিশনকে দিয়ে কৌশল করিয়েছে বলেও অভিযোগ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা দলটির নেতারা।

‘দেশে বিএনপির জনপ্রিয়তা অনেক বেড়েছে আর আওয়ামী লীগের কমছে’-এমন মন্তব্য করে মওদুদ বলেন, ‘সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতিটিতেই তাদের ভোট কমছে।...সিটি করপোরেশন নির্বাচন যে স্থগিত করেছে তাতে তাদের যে জনপ্রিয়তা কমে গেছে এটা তারা নিজেরাই প্রমাণ করেছে।’

বিএনপি এবার ভোট বর্জন করবে না জানিয়ে মওদুদ বলেন, ‘আমরা নির্বাচন করব, এবার আমরা খালি মাঠে গোল করতে দেব না, একদলীয় নির্বাচনও করতে দেব না।’

সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘আমাদের উপর কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। তারা একদিকে নির্বাচনের জন্য টিম গঠন করেছে। আর আমরা অনেকটা বন্দি অবস্থায় আছি।’

‘সভা করতে দেয় না, ঘরোয়া একটা বৈঠক করতে দেয় না। আমার গ্রামে ঘরোয়া ভাবে আমার নেতাকর্মীদের সাথে মত বিনিময় করার কোনো সুযোগ পুলিশ আমাদের দেয় না। সারা বাংলাদেশেই এই অবস্থা।'

মওদুদ বলেন, ‘একটা সময় আসবে যখন অনুমতি আর নেওয়া হবে না। আমরা এখন মাঠে নামলে আওয়ামী লীগ আমাদের সামনে আর টিকে থাকতে পারবে না।’

আয়োজক সংগঠন ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় এবং সহসভাপতি মাহমুদুল হাসান শামীমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, জাসাস এর সহসভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test