E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি

২০১৮ জানুয়ারি ৩০ ১৬:৪৬:৩০
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি

স্টাফ রিপোর্টার : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট কূটনীতিকদের কাছে বিএনপি তুলে ধরবে।

বৈঠকে ভারত, জাপান, কুয়েত, স্পেন, সৌদি আরব, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ, ভ্যাটিক্যান, ডেনমার্ক, কানাডা, নেপাল, অস্ট্রেলিয়া, মরক্কো, লেদারল্যান্ডসের কূটনীতিকরা উপস্থিত আছেন। এছাড়া বৈঠকে উপস্থিত আছেন ইউএসএআইডি (আন্তর্জাতিক সংস্থা) প্রতিনিধিও।

বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত আছেন।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test