E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি ধ্বংস করতে জানে সৃষ্টি করতে পারে না’ 

২০১৮ জানুয়ারি ৩০ ১৭:০০:৩৭
‘বিএনপি ধ্বংস করতে জানে সৃষ্টি করতে পারে না’ 

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি ধ্বংস করতে জানে সৃষ্টি করতে পারে না। বিএনপির পেট্রল বোমায় সিএনজিচালিত অটোরিকশাচালক থেকে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করেছে।’

তিনি বলেন, তিন হাজারের বেশি শ্রমজীবী আর সাধারণ মানুষ আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের পেট্রল বোমার আগুনে ৩ হাজার ৫২টি গাড়ি পুড়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিকে ক্ষমতাসীন দলের প্রথম প্রচারণামূলক সভা শুরু হলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিল। সেই সময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করে। তবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি।

তিনি বলেন, আন্দোলন জনগণের জন্য। জনগণের দাবি পূরণের জন্য। অথচ বিএনপি জামায়াত জনগণের জানমাল পুড়িয়ে ধ্বংস করেছে।

আওয়ামী লীগ জনগণের প্রকৃত বন্ধু উল্লখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণে দেশ আজ ডিজিটাল হয়েছে। দেশের ১৪ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। প্রতিটি মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন একটার বদলে দুটিও একেকজন ব্যবহার করছেন।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test