E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের ওপর হামলা করে কেউ রক্ষা পাবে না : তোফায়েল

২০১৮ জানুয়ারি ৩১ ১৫:২৭:০৯
পুলিশের ওপর হামলা করে কেউ রক্ষা পাবে না : তোফায়েল

স্টাফ রিপোর্টার : ‘আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর হামলা করে কেউ রক্ষা পাবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ১৬টি দেশের অংশগ্রহণে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা- ২০১৮’ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি এ প্রোগ্রামে বসে অনলাইনে দেখলাম, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল যে ঘটনা ঘটেছে, এটি নাকি অনুপ্রবেশকারীরা করেছে। তার এ কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়, হামলার ঘটনা কারা ঘটিয়েছে টিভিতে সবই দেখেছে দেশবাসী। এর আগে তারা ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে বিভিন্ন অরাজকতা করেছে। কোরআন শরীফ পুড়িয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।

‘তাদের নেত্রীর আদালতে প্রায় প্রতিটি হাজিরায় যাওয়া কিংবা আসার সময় গোলযোগ হয়। গোলযোগ ও অরাজকতা করে লাভ নেই। এসব করে কেউ ক্ষমতায় আসতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। গতকাল তারা যে কাজ করেছে, তারা ভুল করেছে। এর মাশুল তাদের দিতেই হবে।’

তিনি আবারো বলেন, ‘অনুপ্রবেশকারী নাকি বিএনপির নেতাকর্মীরাই পুলিশের ওপর হামলা, প্রিজন ভ্যান ও অস্ত্র ভাঙচুর এবং আসামি ছিনতাই করেছে তা দেশবাসী দেখেছে। ফখরুলের এমন বক্তব্যের পর আমার দুঃখ প্রকাশ ও ধিক্কার দেয়া ছাড়া আর কিছু বলার নেই।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘এর আগে আমরা বিএনপিকে ডেকেছি। তারা আসেনি। সংলাপের আর প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ ডিসেম্বরই নির্বাচন করবে নির্বাচন কমিশন। যারা আসার আসবে, যারা আসবে না তারা ভুল করবে।’

বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম প্রমুখ।

(ওএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test