E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকার খালেদার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে : নজরুল

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৬:৩১:০১
সরকার খালেদার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে : নজরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে খুব স্পষ্ট করে বলতে চাই- আমাদের যত আঘাত করা হচ্ছে জনগণের কাছে ততই আমাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। বেগম খালেদা জিয়াকে জেলে দিয়ে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়া হয়েছে, কমাতে পারেনি সরকার।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘কেন বেগম খালেদা জিয়াকে একটা সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে? কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি বা অঙ্গ দলের নেতারা বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পরে তাদের (সরকারের) চিন্তা অনুযায়ী কিছু করে নাই, এতে তারা একটু হতাশ। কারণ যদি বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করতো তাহলে ওই সুযোগে তারা গাড়িতে আগুন দিতো। মানুষ পুড়িয়ে মারতো এবং দায় দিতো বিএনপির উপর। এই সুযোগটা পায় নাই তাই তারা খুবই হতাশ।

দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল বলেন, ষড়যন্ত্র তো নানান রকম আছে। আপনারা আল্লাহর ওয়াস্তে আবেগের বশবর্তী হয়ে কোন ষড়যন্ত্রে অংশীদার হবেন না।

বেগম খালেদা জিয়া সুবিচার পাননি- দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, তার প্রতি সুবিচার করা হয়নি।

সংগঠনের সহ সভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, বিএনপি নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test