E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাফর ইকবালের ওপর হামলা, ১৪ দলের গণজমায়েতের ডাক

২০১৮ মার্চ ০৮ ১৬:৩৩:৫৬
জাফর ইকবালের ওপর হামলা, ১৪ দলের গণজমায়েতের ডাক

স্টাফ রিপোর্টার : জনপ্রিয় লেখক ও অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোট।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে এ কথা জানান মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষককের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এর দ্বারা পরাজিত অশুভ শক্তি মাথাচারা দিয়ে উঠেছে।

তিনি বলেন, ১৪ দল মনে করে কোনো অশুভ শক্তির ইঙ্গিতে তারা মাথাচারা দিয়ে উঠছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এ অশুভ শক্তি তৎপর। বিএনপি জামায়েত পরিবেশকে উত্তপ্ত করার অশুভ ইঙ্গিত দিচ্ছে এ ঘটনার মাধ্যমে।

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজমায়েত করা হবে জানিয়ে নাসিম বলেন, জাফর ইকবালের ওপর এ হামলার প্রতিবাদে ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল।

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমার জানা মতে জেলখানাতে এরকম বৈঠক হতে শুনিনি, এদেশে এভাবে জেলখানায় দলের নেতাদের নিয়ে বৈঠক প্রথম। খালেদা জিয়া জেলে থাকলেও ভালো আছেন, সেখানে বসে দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক করে ফেলেছেন। এর জন্য সরকারকে সাধুবাদ জানানো উচিত।

ফেরদৌসি প্রিয়ভাষিণীর মৃত্যুতে ১৪ দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test