E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষেতমজুর সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২০১৮ মার্চ ১৮ ১৫:২৫:১৩
ক্ষেতমজুর সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : গ্রামীণ মজুরদের অধিকার আদায়ের সংগঠন ক্ষেতমজুর সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে সংগঠনের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে তারা সংগঠনের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শত বাধা-বিপত্তি সাহসের সঙ্গে মোকাবেলা করে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের অধিকার আদায়ের লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে।

‘কাজ, মজুরি, জমি, অধিকার, ইনসাফ চাই’শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃত্বে অধিকার আদায় ও গণতন্ত্রের সংগ্রামে শহীদী আত্মদান করেছেন ক্ষেতমজুর সমিতির নেতা ফজর আলী, জয়নাল আবেদীন, সোনা মিয়া, সৈয়দ আমিনুল হুদা টিটো, অজিত কুমার সরকার, নিরঞ্জন টুলু, লখাই হাওলাদার, রাহাব্বত আলী, ইউনুস ফরাজীসহ অনেকে।

বিবৃতিতে তারা শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্নসাধ পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(ওএস/এসপি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test