E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেরটেলসম্যান স্টিফটুং নামসর্বস্ব সংস্থা : হাছান

২০১৮ মার্চ ২৮ ১৬:১৬:০৯
বেরটেলসম্যান স্টিফটুং নামসর্বস্ব সংস্থা : হাছান

স্টাফ রিপোর্টার : জার্মান সংস্থা ‘বেরটেলসম্যান স্টিফটুং’কে নামসর্বস্ব বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এটি কি ধরনের সংগঠন আমাদের জানা নেই। যার কোনো অফিস নেই, চেয়ার টেবিল নেই, শুধু মাত্র ওয়েবসাইট দ্বারা পরিচালিত হয় এমন একটি সংগঠন বাংলাদেশকে স্বৈরাচারী বলে দাবি করেছে।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বও নেই। তাদের জরিপে মিয়ানমার নেই, ইসরাইল নেই, থাইল্যান্ড নেই। যে দেশে পত্রিকায় কিছু লিখলে সাংবাদিক গুম হয়ে যায়। এগুলো কী ধরনের টিং টেং জানি না।’

তিনি বলেন, ‘টাকা দিয়ে রিপোর্ট বের করেছে। আমাদের দেশেও এমন কিছু সংগঠন আছে যারা নামসর্বস্ব, প্যাড সর্বস্ব, যারা টাকার বিনিময়ে কাজ করে থাকে। জার্মানির সংগঠনটিও এমন একটি সংগঠন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিবিসি শুধুমাত্র তাদের অনলাইনে নিউজটি প্রকাশ করেছে। তারা তাদের রেডিওতেও প্রকাশ করেনি। আপনাদের লজ্জা লাগে না যখন আপনাদের নেত্রী (খালেদা জিয়া) দুর্নীতির দায়ে দণ্ডিত হয়। আপনারা (বিএনপির নেতারা) তো ক্ষমতার উচ্ছিষ্ট নেয়ার জন্য বিএনপিতে যোগ দিয়েছেন। এগুলো দেশে আমাদের হাসি পায়।’

বিএনপিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কেউ স্থায়ী সদস্য নেই বলেও মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘খালেদা এবং তারেক ছাড়া বাকিরা অস্থায়ী সদস্য। আবার কেউ কেউ হঠাৎ বিএনপি। কারণ তাদের কেউ কেউ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে বিএনপিতে গেছে। তারা হচ্ছে হঠাৎ বিএনপি।’

সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ড্যানি সিডাকের সভাপতিত্বে সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test