E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীকে মিষ্টি পাঠাতে চাইলেন ফখরুল

২০১৮ মার্চ ৩০ ১৬:১৯:৫৭
প্রধানমন্ত্রীকে মিষ্টি পাঠাতে চাইলেন ফখরুল

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি পাঠাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গিয়ে তার সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের আগেই ব্রিফিং রুমে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখান বিএনপি নেতারা।

মির্জা ফখরুল বলেন, ‘আমি মিষ্টি পাঠাবো ওনার কাছে। আমার অনেক উপকার করেছেন। কালকে উনি আমার ভোট অনেক বাড়িয়ে দিয়েছেন।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ওনাকে (ফখরুল) ছাড়া আমরা যারা আছি, আমরা ঈর্ষান্বিত। এইভাবে ওনাকে দেশের প্রধানমন্ত্রী স্পন্সর করবে আমরা আশা করিনি।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, ‘আন্ডার হেড ডিলিং আছে এখানে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এটা আমরা সন্দেহ করতেছি। শেরে বাংলা এককালে কলকাতায় বলতেন যে, যদি হিন্দুরা ওনার সমালোচনা না করে, যুগান্তর (কলকাতা থেকে প্রকাশিত অধুনালুপ্ত পত্রিকা) যদি ওনাকে গালাগালি না করে,
তখন তিনি সবাইকে জিজ্ঞেস করতেন- আমার রাজনীতি ভুল হচ্ছে কিনা? ওরা গালি দেয় না কেন?’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তাহলে রাজনীতি সঠিক।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কিন্তু আমরা একটু ঈর্ষান্বিত যে ওনাকে এগিয়ে দিলো। বেশি হাইলাইট করলো, প্রমোট করলো।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test