E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : কাদের

২০১৮ মার্চ ৩১ ১৬:১০:০৮
খালেদার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : কাদের

স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কারান্তরীণ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে সাভারে আশুলিয়ার জিরাবো এলাকায় সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দেশে না হলে বিদেশে পাঠানোর বিষয়ে বিএনপির দাবি নজীরবিহীন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তাঁরা যেভাবে সবকিছু চাইছেন তা তো মেনে নেওয়া সম্ভব না। কারণ খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত। একটি দলের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সম্মানের সঙ্গে তাঁর চিকিৎসা চলছে। তিনি ভালো আছেন।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘প্রয়োজনে খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে। চিকিৎসকদের মতামত অনুযায়ী, তাঁর চিকিৎসার সব ব্যবস্থাই সরকার নিয়েছে। তবে যদি মরণব্যাধির মতো কোনো রোগ হয়, তবে দেশের বাইরে নেওয়া হবে কি না তা ভেবে দেখা যেতে পারে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির এক নেতা চায় তাঁদের নেত্রীকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। অন্য নেতা আবার চায় বাইরে গেলে নাকি বিএনপির ক্ষতি হবে। তাহলে আগে তাঁরাই ঠিক করুক খালেদা জিয়াকে নিয়ে তাদের সিদ্ধান্ত।’

বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকার জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও দলটি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেই জনসভায় প্রধানমন্ত্রী কোনো অসত্য কথা বলেননি। সেই জনসভায় যে বিশাল জনসমাগম হয়েছে তা দেখেই আওয়ামী লীগের জনপ্রিয়তা টের পেয়েছে বিএনপি। আগামী নির্বাচনে তার কী প্রতিফলন ঘটবে তা টের পেয়েও নতুন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর দল মিথ্যাচার করছেন বলে জানান মন্ত্রী।

এ সময় অন্যদে মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন প্রমুখ।

(টি/এসপি/মার্চ ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test