E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড. এমএ রহিম আ. লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত

২০১৮ মে ০৪ ১৭:১০:৩৯
ড. এমএ রহিম আ. লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য পদে মনোনীত করেছেন প্রফেসর ড. এম এ রহিমকে। আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী তাঁর স্বাক্ষরিত এক চিঠি প্রদান করার মাধ্যমে এ সদস্য পদ মনোনীত করেন।

চিঠিতে উল্লেখ করা হয়- প্রিয় সহযোদ্ধা, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং আধুনিক স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার ‘‘রূপকল্প ২০২১ ও ২০৪১’’ বাস্তবায়নে আপনার প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য পদে মনোনীত করা হল।

এ ব্যাপারে প্রফেসর ড. এম এ রহিমের মতামত জানতে চাইলে তিনি বলেন, উপমহাদেশের ইতিহাস-ঐতিহ্যের বৃহত রাজনৈতিক দল বাঙলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে নিজেকে গর্ববোধ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে বিশ্ব নেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করাই আমার মুল লক্ষ্য থাকবে।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের সন্তান প্রফেসর ড. এম এ রহিম বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন ‘বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম) সহ-সভাপতি।

(বিজ্ঞপ্তি/এসপি/মে ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test