E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির কারা মাদক ব্যবসায় জড়িত তা খোঁজা হচ্ছে : কাদের

২০১৮ জুন ০৫ ১৮:৪১:৪৪
বিএনপির কারা মাদক ব্যবসায় জড়িত তা খোঁজা হচ্ছে : কাদের

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতাদের মধ্যে যারা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদেরও খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন,‘আপনাদের মধ্যেও কে কোথায় আছে, কে রাঘববোয়াল, কে চুনোপুটি, তা খোঁজা হচ্ছে। মাদক ব্যবসায়ীর সঙ্গে কারা জড়িত তা দেখা হচ্ছে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কী সমালোচনা করলো, কে কী তদন্ত করলো...। করুন তদন্ত। একরাম কার লোক? আপনাদেরও (বিএনপির) কে কে আছে তা খোঁজা হচ্ছে। আর একরামকে যদি অন্যায়ভাবে কেউ মেরে ফেলে সেটারও কিন্তু বিচার হবে, প্রমাণিত হলে।’

তিনি বলেছেন,‘আপনাদের মধ্যেও কে কোথায় আছে, কে রাঘববোয়াল, কে চুনোপুটি, তা খোঁজা হচ্ছে। মাদক ব্যবসায়ীর সঙ্গে কারা জড়িত তা দেখা হচ্ছে।’

বিএনপির ঢাকা উত্তর সিটির কমিটির বিজ্ঞপ্তি পত্রিকায় দেখলাম। পত্রিকার রিপোর্টে আছে, এর মধ্যে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এ কমিটিতে। তাই আপনারাই তো স্বীকার করলেন, সদ্যঘোষিত কমিটিতে মাদকাসক্ত,মাদক ব্যবসায়ী আছে। আর কোথায় কোথায় আছে তা খোঁজা হচ্ছে।’

ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিএনপি না এলে তাদের জন্য কেউ অপেক্ষা করবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,‘৫ জানুয়ারির নির্বাচন হয়েছে নিয়ম অনুযায়ী। এখন বিএনপি না এলে সময় স্রোত তো অপেক্ষা করবে না। সংবিধান ও গণতন্ত্র কারও জন্য অপেক্ষা করবে না। ৫ জানুয়ারির ভুলের পুনরাবৃত্তি হলে ভুলের মাসুল বিএনপিকেই দিতে হবে। আর বিএনপি না এলেও বাকি সব নিবন্ধিত দলই আসবে। নিবন্ধিত দল তো ৩৭টি আছে। একটা গেলে আরও ৩৬টা থাকবে। কোনও অসুবিধা আছে?’

তিনি বলেন, খালেদা জিয়ার জামিন হাইকোর্টে হলো, আপিল বিভাগেও হলো। তখন কি সরকার হস্তক্ষেপ করেছে? এখন যখন জামিনের আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে তখন তারা তা মেনে নিতে পারছেন না। তারা আদালত মানেন না।

(ওএস/এসপি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test