E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রধানমন্ত্রীকে নোমান

ইফতার নয়, সংলাপের দাওয়াত দিন

২০১৪ জুলাই ১২ ০৪:৩০:৫৯
ইফতার নয়, সংলাপের দাওয়াত দিন

স্টাফ রিপোর্টার : ইফতারের দাওয়াত নয়, বিএনপি চেয়ারপারসনকে সংলাপের দাওয়াত দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৭ জুলাই গণভবনে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনকে দাওয়াত দিয়েছেন। এ প্রসঙ্গে নোমান বলেন, 'ইফতারের দাওয়াত নয়, বিএনপি চেয়ারপারসনকে সংলাপের দাওয়াত দিন। সংলাপে বসে রাজনৈতিক সংকটের সমাধানে এগিয়ে আসুন।'

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের সাবেক নেতাদের আয়োজিত ইফতার মাহফিলে আবদুল্লাহ আল নোমান এ আহ্বান জানান। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ফোরামের সাবেক সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক সচিব এ এস এম হালিম, বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আবদুল্লাহ আল নোমান বলেন, 'আমরা যখন ৫ জানুয়ারির নির্বাচনের আগে আন্দোলন শুরু করলাম, কারা যেন সংলাপের কথা বললেন আর আন্দোলন থেমে গেল। এরপর সরকার একতরফা নির্বাচন করে ফেলে। আমাদের আন্দোলন সফল হতে গিয়েও ব্যর্থ হয়। এর পেছনে কারা দায়ী সেটা বের করতে হবে।' তিনি বলেন, ঈদের পর আন্দোলন শুরু হলে যেন আন্দোলন থেমে না যায়। তিনি বলেন, 'আমাদের ব্যর্থতার কথা স্মরণ রেখে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। অন্যথায় আন্দোলন সফল করা কঠিন হবে।'

(ওএস/এস/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test