E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসির নতুন ষড়যন্ত্র ইভিএম : রিজভী

২০১৮ জুন ০৮ ১৪:৪৫:৫০
ইসির নতুন ষড়যন্ত্র ইভিএম : রিজভী

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনে ভোটগ্রহণে সনাতন পদ্ধতির ব্যালটে ভোট ইভিএম চালুর বিষয়ে কমিশনের পরিকল্পনার বিরোধিতা করেছে বিএনপি। দলটি মনে করে ইভিএম দিয়ে ভোটে কারচুপি করা সম্ভব। আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে এই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।

শুক্রবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন বিএনপির মুখপাত্র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ব্যালটে ভোট নেয়ার বদলে ইভিএম ব্যবহারে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনই উদ্যোগী হয়েছিল। তবে সে সময় বুয়েটের তৈরি করা মেশিনে ত্রুটি ধরা পড়ার পর আর আগায়নি কমিশন।

তবে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া নতুন নির্বাচন কমিশন বিদেশ থেকে ইভিএম কিনেছে। এগুলোতে ত্রুটি নেই বলে দাবি করছে কমিশন।

এরই মধ্যে রংপুর এবং খুলনা সিটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে কিছু কেন্দ্রে এই যন্ত্রগুলোর ব্যবহার হয়েছে। আর কোনো সমস্যা ছাড়াই সেখানে ভোট হয়েছে এবং ফলাফলও ঘোষণা হয়েছে দ্রুততার সঙ্গে।

৬ জুন বরিশালে এক অনুষ্ঠানে সিইসি নুরুল হুদা ইভিএমে ভোট গ্রহণে তার আগ্রহের কথা জানান। বলেন, ‘প্রযুক্তির ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা আর পুরানো পদ্ধতিতে ভোট গ্রহণের বিড়ম্বনা পোহাতে চাই না।’

ইভিএম নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে নুরুল হুদা বলেন, ‘ভোট নিয়ে অভিযোগ বন্ধ হবে যদি ইভিএম পুরোপুরি চালু হয় তবে। তখন আর ভোট নিয়ে অভিযোগের সুযোগই থাকবে না।’

‘ইভিএম নিয়ে নানান অভিযোগের কারণে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে প্রদর্শনের মাধ্যমে এটা যে সঠিকভাবে কাজ করে তা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি। আমরা আশা করি তাদের (অভিযোগকারীদের) বোঝাতে সক্ষম হবো যে ইভিএমের মাধ্যমেই সুষ্ঠু ভোট সম্ভব।’

তবে জাতীয় নির্বাচনের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের সময় ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে রাখে বিএনপি।

রিজভী বলছেন, ‘ইভিএম নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো এবং নানা শ্রেণি-পেশার মানুষ বিপক্ষে মত দিয়েছে। আর এর পক্ষে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ ও সমমনা কয়েকটি দল। আর সিইসি মত দিলেন ক্ষমতাসীন দলের পক্ষে। ইসি ইতোমধ্যে ২৫৩৫টি ইভিএম মেশিন কিনে ফেলেছে। ইসির এই কর্মকাণ্ডগুলো ক্ষমতাসীনদের অনুকূলে একনিষ্ঠভাবে কাজ করা।’

অনেক দেশেও ইভিএম পদ্ধতি চালু করার পরও বন্ধ করে দেয়া হয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, ‘ইসি ভোট কারচুপি ও জালিয়াতি করতেই ইভিএম পদ্ধতি চালু করার কথা বলছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার একতরফা নির্বাচন নিশ্চিত করতেই সিইসি ইভিএম এর মতো কারসাজি করার একটি যন্ত্রকে ভোটের কাজে ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন।’

সিইসি সরকারের সাথে এক অলিখিত বশ্যতায় আবদ্ধ অভিযোগ করে রিজভী বলেন, ‘আগামী নির্বাচনের ফল ক্ষমতাসীনদের পক্ষে নিতে নানা কারসাজি ও নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছেন সিইসি।’

‘শেখ হাসিনার কর্তৃত্ব সম্প্রসারণে নির্বাচন কমিশন কব্জার মধ্যে পড়েছে। মোসাহেবি করতে গিয়ে সিইসি স্বেচ্ছায় নিজের ভাবমূর্তিকে অতলে তলিয়ে দিয়েছেন।’

ইভিএম চালুর ঘোষণা দিয়ে সিইসির মাধ্যমে সরকার তাদের অবৈধ ক্ষমতা প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ‘এই সিইসি ইতোমধ্যেই প্রমাণ দিয়েছে তিনি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের শত্রু।’

(ওএস/এসপি/জুন ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test