E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘লেখাপড়া জানা থাকলে এ কথা বলতেন না জয়’

২০১৪ জুলাই ১২ ১৫:৩৪:২৯
‘লেখাপড়া জানা থাকলে এ কথা বলতেন না জয়’

স্টাফ রিপোর্টার, ঢাকা : শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নাসির উদ্দিন পিন্টুর মুক্তি ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হিসেবে দেখতে চাই’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের গত কয়েকদিনের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের নিন্দা জানিয়ে ব্যঙ্গ করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জানতাম ওনি শেখ রেহানার ভাগিনা। পর্যায়ক্রমে তিনি জাতীয় ভাগিনা হয়েছেন। উনার জ্ঞান-গরিমা দেখে মনে হচ্ছে ওনি আস্তে আস্তে এরিস্টোটলের ভাগিনা হয়ে যাচ্ছেন।

জয়ের লেখাপড়া নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, লেখাপড়া থাকলে দক্ষিণ তালপট্টি নিয়ে জয় এ ধরণের কথা বলতে পারেন না। তালপট্টি বাংলাদেশের একটি অংশ। জিয়া সেখানে বাহিনী পাঠাতে চেয়েছিলেন। দেশ-জাতি সম্পর্কে যাদের বিন্দু মাত্র জ্ঞান না থাকে তারাই এ ধরণের কথা বলতে পারে।

(ওএস/জেএ/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test