E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহবান খালেদার

২০১৪ জুলাই ১২ ১৬:৫৩:৩৫
গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহবান খালেদার

স্টাফ রিপোর্টার : গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই সমস্ত হিংস্রতা দিয়ে এই সামরিক আক্রমণ চালানো হয়েছে।

শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ হামলা বন্ধের আহবান জানান। তিনি বলেন, ইসরাইল যদি তার আগ্রাসী মনোভাব বরাবরের মতো অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, গত কয়েকদিনের নির্বিচারে বর্বরোচিত বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গাজা উপত্যকায় লোকালয় এখন বিরানভূমিতে পরিনত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাচাতে গিয়ে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।

বিবৃতিতে তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি হামলা বন্ধ ও ফিলিস্তিনি জনগণের নিরাপত্তার জন্য এগিয়ে আসার আহবান জানান। এ সময় তিনি ইসরাইলী সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন।

(ওএস/এটিঅার/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test