E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজায় ইসরাইলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এরশাদ

২০১৪ জুলাই ১৩ ১৮:৪১:৩৬
গাজায় ইসরাইলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের ন্যক্কারজনক বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইল বর্বরোচিত হামলা চালিয়ে যেভাবে নির্বিচারে নারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যা করে চলছে এ ধরনের ঘটনা মানব সভ্যতাকে কলঙ্কিত করে দিয়েছে।’

রবিবার এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বিবৃতিতে গাজায় এ ধরনের পৈশাচিক হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হতে বাংলাদেশসহ গোটা মুসলিম জাহানের প্রতিও আহ্বান জানান।

তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানিয়ে এ ঘটনায় ফিলিস্তিনি জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

(ওএস/এটিঅার/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test