E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগস্টে আ. লীগের মাসব্যাপী কর্মসূচি

২০১৮ আগস্ট ০১ ১৩:৩৩:৫১
আগস্টে আ. লীগের মাসব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার : শোকের মাস আগস্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর একটি শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর আর বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।

প্রতিবারের মতো এবারও বাঙালি জাতির সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জাতীয় শোক দিবস-২০১৮ পালন উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো নিম্নরূপ:

১ আগস্ট (বুধবার) বিকলে ৩টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি। এর আয়োজক সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা।

৪ আগস্ট বিকেলে তাঁতী লীগের আয়োজনে আলোচনা সভা। প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

৫ আগস্ট সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। কর্মসূচির আয়োজন করবে আওয়ামী লীগের মহানগর উত্তর-দক্ষিণ কমিটি।

৮ আগস্ট সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোও একই কর্মসূচি পালন করবে।

৯ আগস্ট বিকেল ৩টায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আলোচনা সভা।

১১ আগস্ট স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি।

১২ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) আলোচনা সভা।

১৩ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচি- সূর্য উদয়ের সময় বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নগরীর প্রতিটি শাখা থেকে শোক মিছিলসহ বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন।

সকাল ৭টা ৩০মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।

সকাল ১০টা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল।

১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। আর অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ আওয়ামী লীগ।

১৭ আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা।

১৮ আগস্ট বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব মহিলা লীগের আলোচনা সভা।

২১ আগস্ট সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে পুষ্পার্ঘ্য নিবেদন।

২৪ আগস্ট নারী নেত্রী বেগম আইভী রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল।

২৬ আগস্ট বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা।

২৯ আগস্ট বিকেল ৪টায় মহিলা শ্রমিক লীগ আয়োজিত ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচার ও শাস্তি দাবিতে মানববন্ধন।

৩০ আগস্ট বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।

উপরোক্ত কর্মসূচির যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন যথা সময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test