E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

`আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না'

২০১৪ জুলাই ১৪ ১৪:৪৫:৫০
`আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না'

স্টাফ রির্পোটার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যতকিছুই বলেন না কেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনের হেড মাস্টার।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগ দুটি জায়গায় সফল। একটি আন্দোলন অপরটি মুক্তিযুদ্ধ। একা একা গণতন্ত্র হয় না। এতে মত ও পথের ভিন্নতা থাকবে। তাই ঈদের পরে যদি আপনারা আন্দোলনের নামে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অনিয়মতান্ত্রিকভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে নামানোর চেষ্টা করেন তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গণতান্ত্রিক সরকারের প্রশাসনিক অঙ্গগুলো বসে থাকবে না। তারা কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, একদল বলে রোজার পরই আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করব। আরেকদল বলে আয় আমরাও মাঠে থাকব। আসলে এটা তো গণতান্ত্রিক ভাষা না।
আপনারা বলতে পারতেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার পতন করবো। গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে শুধু সরকারি দলই কাজ করবে না, বিরোধী দলগুলোরও দায়িত্ব রয়েছে। বলেন সুরঞ্জিত।
তিনি বলেন, খালেদা জিয়াকে অনুরোধ করবো গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে আপনি সরকারে ফিরে আসেন। এতে যদি জনগণ আপনাদের গ্রহণ করে এবং আমরা বিরোধী দলে বসি তাতে কোনো দুঃখ নেই।
সাবেক এই মন্ত্রী বলেন, পৃথিবীতে আজ বিশ্বায়নের রাজনীতির চালু হচ্ছে। তাই বিএনপিকে উগ্র সাম্পদায়িক রাজনীতির সঙ্গে সম্পর্ক কমিয়ে বিশেষ করে জামায়াতের সংঘ ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন। তাদের আন্দোলনের কথা ভাবার চেয়ে রাজনৈতিক চিন্তাধারা পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।
বিশ্বকাপ ফুটবলের বিষয় প্রসঙ্গে তিনি বলেন, আর কত দিন আর্জেন্টিনার জয় হলে আমাদের জয়। ব্রাজিলের পরাজয় হলে আমাদের পরাজয় হবে। এভাবে আর কতদিন চলবে। ফুটবলে আমাদের নিজস্ব শক্তি গড়ে তোলা প্রয়োজন। প্রতিটি থানায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ থাকা দরকার। তাহলে আমরা খেয়ায় অনেক দূর এগিয়ে যাব।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, আয়োজক সংগঠনের নেতা হুমায়ুন কবির প্রমুখ।
(ওএস/এএস/জুলাই১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test