E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আ.লীগ ক্ষমতায় বলেই সব ধর্মের মানুষ মিলেমিশে আছে’

২০১৮ সেপ্টেম্বর ০২ ১২:৫৭:০০
‘আ.লীগ ক্ষমতায় বলেই সব ধর্মের মানুষ মিলেমিশে আছে’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে। এদেশে সংখ্যালঘু বলে কিছু নেই।

রবিবার সকালে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

জন্মাষ্টমীর আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করছি। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাঙালি ও বাংলাদেশি। আমরা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’

মোশাররফ হোসেন বলেন, বিশ্বচরাচর থেকে দুষ্টুদের দমন করে সাধুদের রক্ষার জন্যই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের অষ্টম দিনে পৃথিবীতে আবির্ভূত হন।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান এলজিআরডি মন্ত্রী। বলেন, ‘কয়েক মাস পরেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনী কর্মকাণ্ড পার করতে চাই। এই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন।’

বিজ্ঞান বন্ধু ব্রমচারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শুকেশ চন্দ্র সাহা প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।

(ওএস/পিএস/সেপ্টেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test