E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশেষায়িত হাসপাতাল হবে বিএনপির প্রধান ইস্যু

২০১৮ সেপ্টেম্বর ০৯ ১৪:২৩:৫৮
বিশেষায়িত হাসপাতাল হবে বিএনপির প্রধান ইস্যু

স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দাবি জানাবে বিএনপি।

আজ (রবিবার) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।

এরআগে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেত্রীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন খন্দকার মোশাররফ।

আজ বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এ বিষয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা প্রথম দাবি জানাবো যে, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা করানো হোক।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়াকে মুক্তি দিয়ে আমাদের সুযোগ দেয়া হোক। তাকে আমরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাবো। চিকিৎসা করে তাকে সুস্থ করে তার বিচার করুন। এতে আমাদের কোনো আপত্তি নেই।

মুক্ত বেগম জিয়াকে নিয়ে বিএনপি নির্বাচনে যাবে মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে। বেগম জিয়াকে নিয়ে আমরা সেই নির্বাচনে যাবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে নতুন করে গণগ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের কোনো আন্দোলন-কর্মসূচি নেই এবং রাজপথে কোনো কর্মী নেই। কিন্তু এখন কেন গণগ্রেপ্তার চলছে? উদ্দেশ্য হচ্ছে, বেগম জিয়াকে জেলে রেখে, আমাদের আদালতের কাঠগড়ায় রেখে এবং বিএনপি ও ২০ দলকে বাইরে রেখে সরকার নির্বাচন করতে চায়।

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নিরপেক্ষ সরকারের দাবি আমরা আদায় করবো। বেগম জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাবো। যতই ষড়যন্ত্র তারা করুক। এবার তারা (সরকার) পার পাবে না।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিএনপি নেতারা। এ জন্য দলটির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে। পরে গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে বিএনপির পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছিল তার ইতিবাচক সাড়া মিলেছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test