E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না : কাদের

২০১৮ সেপ্টেম্বর ১১ ১৪:২৩:৩০
নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না : কাদের

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ আসবে না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। টেকনোক্র্যাট কেউ আসবে না, আকারটা ছোট হবে।’

তিনি আরও বলেন, ‘তবে জাতীয় পার্টি তাদের দু’একজন আরও অন্তর্ভুক্ত করতে বলেছে, অনুরোধ করেছে। সেটাও প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি কতটা বিবেচনা করবেন, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। এগুলো আলাপ-আলোচনার পর্যায়ে আছে।’

অক্টোবরের কবে নাগাদ নির্বাচনকালীন সরকার গঠন হবে? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নাগাদটা এখন বলব না। অক্টোবরে হবে, হয়তো মাঝামাঝি।’

আকারটা কেমন ছোট হবে? -এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গতবার যেরকম সেই রকমই কাছাকাছি হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬০ থেকে ৭০ জন প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের। এছাড়া জোটগতভাবে নির্বাচন করলে শরীকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মন্ত্রী জানান, নির্বাচনী সফরে তিনি আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে পটুয়াখালী ও বরগুনা এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর সড়কপথে চট্টগ্রাম ও কক্সবাজার যাবেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test