E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১ অক্টোবর থেকে সরকার পতনের আন্দোলনে যাচ্ছে বিএনপি!

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৬:২২:২৫
১ অক্টোবর থেকে সরকার পতনের আন্দোলনে যাচ্ছে বিএনপি!

স্টাফ রিপোর্টার : ‘সরকার পতনের আন্দোলন’র জন্য পহেলা অক্টোবর থেকে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং আগামী নির্বাচনে অংশ নিয়ে আমার এ সরকারকে অপসারণ করব। শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে কোনো ভায়োলেন্সের মাধ্যমে নয়। প্রেস ক্লাবের বক্তব্য দিয়ে কাজ হবে না, পহেলা অক্টোবর থেকে রেডি হয়ে নেন।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক যুব সমাবেশে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা এসব কথা বলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর নামের একটি সংগঠন এ যুব সমাবেশের আয়োজন করে।

মওদুদ বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। মাঠে নামতে হবে। জনগণের জোয়ার এ সরকারকে দেখাতে হবে এবং দেখবে। কারণ আমরা এবার খালি মাঠে গোল দিতে দেব না। জনগণকে নিয়েই আমরা থাকব।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঐক্য প্রক্রিয়াকে প্রথমে স্বাগত জানিয়েছেন। আবার বললেন, এখানে সবাই দুর্নীতিবাজ, সুদখোর ও ঘুষখোররা মিলে ঐক্য করেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা কখনোই এমন অশালীন বক্তব্য আশা করি না। প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন। এতে একটা জিনিস প্রমাণিত হয় যে এ সরকার আতঙ্কিত হয়েছে।’

মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনার এ বক্তব্য প্রত্যাহার করেন। তা না হলে রাজনীতিতে কোনো শালীনতা থাকবে না। দুর্নীতির কথা যদি বলেন, বর্তমান সরকারের চাইতে দুর্নীতি গত ৫০/৬০ বছরে এমনকি পাকিস্তান আমল থেকে শুরু করে কোনো সরকার এমন দুর্নীতি করে নাই। আপনার নিজেদের দলের নেতাকর্মীদের দিকে তাকিয়ে দেখেন।’

তিনি আরও বলেন, ‘এই যে সেন্ট্রাল ব্যাংকের টাকা চলে গেল একজনও গ্রেফতার হলো না, কয়লা উধাও হয়ে গেল একজনও গ্রেফতার হলো না, পাথর চলে গেল কেউ গ্রেফতার হয় নাই, শেয়ার মার্কেট লুট করে নিয়ে গেল একজনও গ্রেফতার হয়নি, ব্যাংকগুলো সব ফোকলা হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে গেছে এ সরকারি দলের মদদপুষ্ট ব্যক্তিরা। আর আজকে আপনি বলছেন, দুর্নীতিবাজদের নিয়ে ঐক্য হয়েছে।’

মওদুদ বলেন, ‘বাংলাদেশের মানুষ এত বোকা? তারা কি বোঝে না? এই ধরনের বক্তব্য দিলে আমাদের জনপ্রিয়তা কমবে না। জাতীয় ঐক্যের জনপ্রিয়তা আপনার এ বক্তব্যের পরে আরও বৃদ্ধি পাবে। কারণ, তারা জানে জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যে কোনো স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব।’

‘আওয়ামী লীগ মিথ্যাচারের চ্যাম্পিয়ান’ মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা কেউ তাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারব না। নতুন খবর বেরিয়েছে, বিশ্বের ভেতর সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক শিকদার, জাসাস কেন্দ্রীয় নেতা শাহারিয়া ইসলাম শায়লা প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test