E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সার্বিক উন্নয়নের মহানায়ক শেখ হাসিনা : নূর

২০১৮ অক্টোবর ১২ ১৭:২৯:১৭
সার্বিক উন্নয়নের মহানায়ক শেখ হাসিনা : নূর

স্টাফ রিপোর্টার : 'বড় বট গাছের নিচে ছোট গাছ হয় না- প্রচলিত এই কথাটিকে ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন মহান মানুষের কন্যা হয়ে তিনিও হয়ে উঠেছেন আরেকজন মহান মানুষ।’

শুক্রবার প্রধানমন্ত্রীর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রকর্ম ও হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর বলেন, 'শেখ হাসিনা সার্বিক ও সামগ্রিক দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি দেশের সার্বিক উন্নয়নের মহানায়ক।'

সকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি ও প্রধান মিলনায়তন লবিতে প্রদর্শনীটি শুরু হয়েছে। এতে প্রদর্শিত হচ্ছে জাতীয় জাদুঘর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও হাসুমনি’র পাঠশালা আয়োজিত কর্মশালায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও কর্মকাণ্ডের উপরে শিশুদের আঁকা ৭১টি প্রতিকৃতি, চিত্রশিল্পীদের আঁকা প্রধানমন্ত্রীর ৭১ ফুট চিত্রকর্ম ও জামালপুরের নারীদের গড়া ১০১টি সুচিশিল্প।

সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, 'ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন তার পিতা দেখে গেছেন, সে লক্ষ্যে কাজ করছেন তার কন্যা।'

প্রধানমন্ত্রীকে 'অবিচল' আখ্যায়িত করে স্পিকার বলেন, 'গণতান্ত্রিক পথ প্রতিষ্ঠায় তিনি অনেক সংগ্রাম করেছেন। এই সংগ্রামে তার উপর বারবার আঘাত এসেছে। তারপরও তিনি অবিচল।'

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. মাকসুদুর রহমান পাটওয়ারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের সচিব মো. শওকত নবী।

'হাসুমনির পাঠশালা'র সভাপতি মারুফা আক্তার পপি কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মশালায় অংশ নেওয়া শিশু এবং জামালপুরের মা-বোনদের প্রতি, যারা তাদের শৈল্পিক নিপুণতায় ফুটিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী, তার পরিবার ও প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ডকে।

প্রদর্শনীটি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা দেখতে পারবেন সুচিশিল্প ও প্রতিকৃতি।

(ওএস/এসপি/অক্টোবর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test