E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণ এরশাদকে ক্ষমতায় দেখতে চায় : রওশন

২০১৮ অক্টোবর ১৫ ১৭:১৫:৫৯
জনগণ এরশাদকে ক্ষমতায় দেখতে চায় : রওশন

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির নয় বছরের উন্নয়ন-কর্মকাণ্ড দেশের মানুষ এখনো ভোলেনি, তারা এরশাদের কাঁধেই দেশ পরিচালনার ভার দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে তারা লাঙলকেই দেখতে চায়। কারণ মানুষ জানে উন্নয়ন, উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় পার্টির কোন বিকল্প নেই।

সোমবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টারের মিলনায়তনে ‘সোহরাওয়ার্দী উদ্যানে ২০ অক্টোবরের মহাসমাবেশ’ সফল করতে জাতীয় পার্টি মহানগর উত্তরের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের আস্থা আছে, তাই নির্বাচনের আগে তাদের সেই বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে। এজন্য ২০ অক্টোবরের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান তিনি।

রওশন এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাই দলকে সংগঠিত এবং মহাসমাবেশকে সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, রাজনৈতিক বিবেচনায় দেশের মানুষ দু’টি ভাগে ভাগ হয়ে গেছে। সব ধরনের পরিস্থিতিতেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই জাতীয় পার্টি তিনশো আসনেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টি ২৭ বছর ক্ষমতার বাইরে, কিন্তু সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন আছে। তাই শক্তি প্রদর্শনের জনই ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জিএম কাদের।

পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গেলো ২৭ বছর দুটি দল দেশের রাজনীতিতে যে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে তা কেবল জাতীয় পার্টিই দূর করতে পারবে। জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। সাধারন মানুষের ভরসা এখন শুধুই জাতীয় পার্টি।

তিনি বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশে প্রমাণ হবে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টিকে ধংস করতে যে ষড়যন্ত্র হয়েছিলো তা ছিন্নভিন্ন করে জাতীয় পার্টি দূর্বার বেগে এগিয়ে যাচ্ছে।

মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি’র সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলে, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, শফিকুল ইসলাম সেন্টু, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, শফিকুল ইসলাম শফিক, জসিম উদ্দিন ভূইয়া, নাসির উদ্দিন, কাজী আবুল খায়ের, আবদুস সাত্তার, জাহাঙ্গীর আলম পাঠান, মামুনুর রহমান প্রমুখ।

(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test