E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ দলীয় জোটে থাকবে না আরও দল: হাছান মাহমুদ

২০১৮ অক্টোবর ২২ ২০:৩৭:৩২
২০ দলীয় জোটে থাকবে না আরও দল: হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপি বেরিয়ে গেছে। সামনে আরও বেশ কয়েকটি দল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ‘অশুভ শক্তি বিএনপি-জামায়াত-কামাল গংদের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও দেশবাসী’ শীর্ষক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আগামী নির্বাচনী তফসিল ঘোষণার পর আরো বেশ কয়েকটি দল বিএনপিকে ছেড়ে যাবে। ২০ দলীয় জোটের ঐক্য যারা ধরে রাখতে পারেন না, তাদের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়। বিএনপি যে ঐক্যের কথা বলছে, সেটাও জাতীয় ঐক্য নয়, মেয়াদোত্তীর্ণ রাজনীতিবিদের নিয়ে জাতীয় ধান্দা।’

‘জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি নিয়েছে। এ সমাবেশগুলোতে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এ ধরনের অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি বলেন,‘বিএনপি ক্ষমতায় যেতে প্রয়োজনে শয়তানের সঙ্গে ঐক্য করার ঘোষণা দিয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে, বিএনপি যাদের সঙ্গে নতুন করে ঐক্য করেছে তারা আসলে কে? বঙ্গবন্ধুর হত্যাকারী বিএনপি-জামায়াত এবং খন্দকার মোশতাক গংদের সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছেন কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব।’

এসব নেতাদের হাকঢাক কাজে দেবে না এবং তাদের ভাড়া করে বিএনপি পার পাবে না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

কামাল হোসেনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘কামাল হোসেন এক এগারোর কুশীলব। তার নেতৃত্বে বিএনপি এখন খালেদা জিয়া-তারেককেই মাইনাস করে দিয়েছে। বিএনপির রাজনীতি এখন বিএনপির হাতে নেই, এটা এখন মেয়াদোত্তীর্ণদের হাতে। কামালের উদ্দেশ্য তিনি সফল করতে পেরেছেন মা-ছেলেকে মাইনাস করতে পেরে।’

‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সুচারুভাবে কামাল হোসেনকে জোটের নেতা বানিয়ে তাদের দলের নেত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করে দিয়েছেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ও ইঙ্গিত দিয়েছেন যে, বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের হাতে নেই বিএনপির রাজনীতি এখন মির্জা ফখরুল-কামাল হোসেনদের হাতে চলে গেছে।’

‘কামাল হোসেন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেঈমানি করেছেন। তিনি নিজেকে বঙ্গবন্ধুর কর্মী হিসেবে দাবি করলেও যে দল তাকে (বঙ্গবন্ধু) খুন করেছে, খুনিদের আশ্রয় দিয়েছে ও পুরস্কৃত করেছে, সেই দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। মানবাধিকার ও আইনের শাসনের কথা বললেও বঙ্গবন্ধুর খুনি, ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, এতিমের টাকা আত্মসাৎকারীর সঙ্গে ঐক্য করেছেন। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। অথচ জঙ্গিদের পাশে বসে সাত দফা দাবি দিয়ে বললেন, জঙ্গিবাদ দমন করতে হবে। এটি দেশের জনগণের সঙ্গে মশকরা ও ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়।’

‘কামাল হোসেন আগে শুধু একজন জনবিচ্ছিন্ন রাজনীতিবিদ ছিলেন, এখন পচে যাওয়া রাজনীতিবিদে পরিণত হয়েছেন’- বলেন হাছান মাহমুদ।

(ওএস/অ/অক্টোবর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test