E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণ কি বোকা? : মাহবু্বউল হানিফ

২০১৮ অক্টোবর ২২ ২০:৪৯:১০
জনগণ কি বোকা? : মাহবু্বউল হানিফ

স্টাফ রিপোর্টার: জামায়াত বা তারেক রহমানকে দেখে বিএনপির সঙ্গে ঐক্য হয়নি বলে ড. কামাল হোসেনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতা মাহবু্বউল হানিফ বলেছেন, জনগণ এত বোকা না।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, ‘কামাল হোসেন বলের তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক নেই। কি মধুর কথা! যে বিএনপির চেয়ারম্যান এখন তারেক রহমান, সেই দলের (বিএনপি) সঙ্গে জোট করে বলছেন তার (তারেক রহমান) সঙ্গে আমার সম্পর্ক নেই। জনগণ কি বোকা?’

সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের এক আলোচনায় বক্তব্য রাখছিলেন হানিফ। একই দিন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

গত ১৩ অক্টোবর কামাল হোসেনের জাতীয় ঐক্যপ্রক্রিয়া, বিএনপি, নাগরিক ঐক্য এবং জেএসডি নিয়ে গঠন করা হয় ঐক্যফ্রন্ট। বিএনপির সঙ্গে ঐক্য গড়ায় আওয়ামী লীগের সমালোচনার মুখে পড়েন ড. কামাল।

ড. কামাল এর আগে বলেছিলেন, জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির সঙ্গে জোট করবেন না তিনি। আর আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি জামায়াত বা তারেক রহমানের সঙ্গে জোট করেননি, করেছেন বিএনপির সঙ্গে।

জবাবে হানিফ বলেন, ‘নিজেকে অনেক পণ্ডিত ভাবেন, জ্ঞানী ভাবেন। এই কারণে জনগণের কাছে আপনার কখনও আশ্রয় হয় নাই। জনগণকে বারবার ধোঁকা দেয়ার জন্যই ড. কামালের সাথে জনগণের সম্পর্ক নেই।’

‘তিনি (ড. কামাল) কখনও জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। একজন জনবিচ্ছিন্ন নেতা। যে দলটির শীর্ষ নেত্রী (বেগম খালেদা জিয়া) দুর্নীতির দায়ে কারাগারে, তিনি তার সাথে ঐক্য করেছেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য করেছেন সন্ত্রাস ও দুর্নীতির প্লাটফর্ম বিএনপির সঙ্গে। তাদের লজ্জা হওয়া উচিত।’

‘বিএনপির নেতারা আজকে যে মামলায় বেগম জিয়ার মুক্তির দাবি করছে সেই মামলার মূল হোতা ছিলেন মইনুল হোসেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি এই মামলাটি বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করেছিলেন।’

বিএনপির কোন রাজনৈতিক আদর্শ নেই মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া। বিএনপি একটি সন্ত্রাসী দল। একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ের এর মধ্যে দিয়ে এ দলটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত হয়েছে। এমনকি কানাডার আদালতও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপ‌তি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এছাড়া বিশেষ অতি‌থি হিসেবে বক্তব্য রা‌খেন আওয়ামী লীগের শ্রম ও জনশ‌ক্তি বিষয়ক সম্পাদক হা‌বিবুর রহমান সিরাজ, জাতীয় শ্র‌মিক লী‌গের সভাপ‌তি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপ‌তি ফজলুল হক মন্টু প্রমুখ।

(ওএস/অ/অক্টোবর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test