E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড. কামাল জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছেন : তোফায়েল

২০১৮ অক্টোবর ২৫ ১৫:৩৮:৫৩
ড. কামাল জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছেন : তোফায়েল

স্টাফ রিপোর্টার : ড. কামাল হোসেন জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘যে দলের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তারেক রহমান, কামাল সে দলের সঙ্গে ঐক্য করে বলছেন- তারেকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে জোটে জামায়াত রয়েছে, সে দলের সঙ্গে ঐক্য করে বলছেন- জাময়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসব বলে তিনি আসলে জনগনের সঙ্গে ধাপ্পাবাজি করছেন।’

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ৬ষ্ঠ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘অপেক্ষা করেন সামনে অনেক কিছু দেখতে পাবেন। সমাবেশের নামে গোলযোগের চেষ্টা করলে চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোথাও দাঁড়াতেই দেবে না পুলিশ।’

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ড. কামালকে উদ্দেশ করে তিনি বলেন, নিজেকে সংবিধান প্রণেতা বলেন, অসম্প্রদায়িক দেশ গড়ার কথা বলেন, অথচ জোট করেছেন জামায়াতের সঙ্গে। জামাতের সঙ্গে জোট করে অসম্প্রদায়িক দেশ কীভাবে গড়বেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৪ সালের মতো যদি বিএনপি জ্বালাও-পোড়াও করে তাহলে তাদের চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ২০১৪ সালে যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়িয়ে মানুষ মারা, হরতাল, অবরোধসহ নানা ধরনের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবারও সেরকম কিছু করতে চাইলে বিএনপিকে চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’

বিএনপি নির্বাচনে আসবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে আসবে। আর যদি না আসে তাহলে তাদের জন্য নির্বাচন আটকে থাকবে না। যথাসময়ে নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর সময় অনু্যায়ী নির্বাচন হবে এবং তা হবে শেখ হাসিনার অধীনেই। এর কোনো বিকল্প নেই। তারা যদি আন্দোলন করে নির্বাচনকালীন সরকারের জন্য, তাহলে তা হবে স্বপ্নের মতো। তাদের স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে।’

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test