E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের ওপর গুম-খুনের নতুন দায়িত্ব দেয়া হয়েছে

২০১৪ জুলাই ১৮ ১৩:৩৪:৫১
পুলিশের ওপর গুম-খুনের নতুন দায়িত্ব দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন র‌্যাব দেশব্যাপী বিতর্কিত হয়ে পড়ায় পুলিশের ওপর গুম-খুনের নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একের পর এক গুম-খুন ও অপহরণ করে র‌্যাব যখন দেশব্যাপী বিতর্কিত হয়ে পড়েছে তখন বিরোধী দল দমনে সরকার পুলিশের ওপর দায়িত্ব দিয়েছে। পুলিশ সে দায়িত্ব আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করছে।

তিনি বলেন, বিরোধীদল শূন্য করতে সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে তা পুলিশ সুন্দরভাবেই পালন করছে। এসব ঘটনায় সরকারের মদদ না থাকলে অবশ্যই তাদের বিচলিত হওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, ভোররাতে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিকা কলেজের অধ্যাপক এস এম বিপ্লবকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যার চেষ্টা করে। পরে মৃত্যু নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও নির্যাতনে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test