E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নয়াপল্টনে তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন

২০১৮ নভেম্বর ০৫ ১৪:৩৩:০৩
নয়াপল্টনে তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা ৭ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফাসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ২০ দলীয় জোট নেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আহসান হাবীব লিংকন, আাব্দুল হালিম জানাজায় অংশ নেন।

জানাজা শেষে বিএনপির সিনিয়র নেতারা তরিকুল ইসলামের কফিনে দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইনলাম আলমগীর বলেন, তরিকুল ইসলাম অন্যায়ের সঙ্গে তিনি কখনও আপোষ করেননি। জাতির এ ক্রান্তিলগ্নে, দলের দুঃসময়ে তার চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

বিকেলে যশোর ঈদগাহ মাঠে সবশেষ জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে।

(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test