E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদাকে তালপট্টিতে ডুবুরী নিয়ে যেতে বললেন মতিয়া চৌধুরী

২০১৪ জুলাই ১৮ ১৬:২৭:৪৯
খালেদাকে তালপট্টিতে ডুবুরী নিয়ে যেতে বললেন মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শুক্রবার গরীব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, শাড়ী, শার্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তালপট্টি নিয়ে বিএনপির বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভারতের সাথে সমুদ্র সীমানা মামলায় বাংলাদেশ পাঁচ আনার মধ্যে চার আনা পেয়েছে। তারপরও খালেদা জিয়া লাফালাফি করছেন। তিনি বলেন, আমরা ডুবুরী নিয়ে যাওয়ার সমস্ত খরচ বহন করব। উনি টিম নিয়ে তালপট্টিতে গিয়ে ডুব দিয়ে দেখুক ওখানে কি আছে।

কৃষিমন্ত্রী খালেদা জিয়ার ভারত তোষন নীতির কথা উল্লেখ করে আরও বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে তিনি গঙ্গার পানির হিস্যা নেওয়ার কথা বেমালুম ভুলে গিয়ে ছিলেন। তার স্বামী জিয়াউর রহমানের আমলে ভারতের প্রধানমন্ত্রী মোরাজ্জী দেশাই যখন বাংলাদেশ সফরে আসেন তখন তাকে খুঁশি করার জন্য জিয়া ঢাকা শহরে কোরআনের আয়াত লেখা সমস্ত সাইনবোর্ড নামিয়ে ফেলেছিলেন। এসব ঘটনা অনেকে ভুলে গেলেও আমরা ভুলিনি।

এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন তিনি উপজেলার গৌরদ্বার, পাঠাকাটা, চর অষ্টাধর ও টালকি ইউনিয়নে প্রায় ৫ হাজার দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল, ১ হাজার দুঃস্থ নারীকে ১টি করে শাড়ী, ৮শ যুবককে ১টি করে শার্ট/ টিশার্ট ও ৫০জন দরিদ্র মেধাবী ছাত্রীকে ১টি করে থ্রি পিস প্রদান করেন।

(এইচবি/জেএ/জুলাই ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test