E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির ঢাকা মহানগর কমিটি ঘোষণা, মির্জা আব্বাস আহ্বায়ক

২০১৪ জুলাই ১৯ ১০:১৮:৩১
বিএনপির ঢাকা মহানগর কমিটি ঘোষণা, মির্জা আব্বাস আহ্বায়ক

স্টাফ রিপোর্ট : বিএনপির বহুল আকাঙ্ক্ষিত মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা দেওয়া হয়।

দলের দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন।

তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫৩ সদস্যের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

রিজভী জানান, এ আহ্বায়ক কমিটি মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির সম্মেলনের মাধ্যমে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

তিনি আরও জানান, এ আহ্বায়ক কমিটিতে চার নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা ও আবদুস সালাম। আহ্বায়ক করা হয়েছে মির্জা আব্বাসকে।

কমিটিতে ছয় জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- আবদুল আওয়াল মিন্টু, সালাউদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, এম এ কাইয়ূম ও আবু সাঈদ খান খোকন।

সদস্য সচিব করা হয়েছে হাবিব উন নবী খান সোহেলকে।

সদস্য করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ ভুলু, এস এ খালেক, আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাসির উদ্দিন অসীম, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল লতিফ, আবদুল মজিদ, আনোয়ারুজ্জামান আনোয়ার, শামছুল হুদা, সাজ্জাদ জহির, একরামুল হোসেন, ইউনুস মৃধা, বজলুল বাতিত আঞ্জু, সাদেক আহমেদ, আলী আকবর মাতবর, নিতাই চন্দ্র ঘোষ, আহসান উল্লাহ হাসান, বোরহানুজ্জামান ওমর, হারুনূর রশিদ হারুন, সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম হোসেন, আনভীর আদিল খান বাবু, আবুল হাসান তালুকদার, আবু মোতালিব, আলী ইমাম আসাদ, আব্দুল মতিন, আব্দুস সালাম, হাজী আলতাফ হোসেন, ফরিদ আহম্মেদ ফরিদ, আনোয়ার পারবেজ বাদল, আক্তার হোসেন, নবী উল্লাহ নবী, মীর হোসেন মীরু, ফখরুল ইসলাম ফরু, মিসেস ফেরদৌস আহম্মদ মিষ্টি, তানভীর আহম্মেদ রবিন, শেখ রবিউল আলম রবি, কফিল, আরিফুর রহমান নাদিম, জাফরুল, এস এম জিলানীকে।

(ওএস/এইচআর/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test