E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আপনারা ৩০০ সিট চান, বলেন দিয়ে দেই : ড. কামাল

২০১৮ ডিসেম্বর ১৯ ১৫:৪৩:২৭
আপনারা ৩০০ সিট চান, বলেন দিয়ে দেই : ড. কামাল

স্টাফ রিপোর্টার : ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে ভয়াবহ পরিণতি হবে। দেশে সুশাসন আছে এমনটি যদি কেউ দাবি করে থাকে আমি বলবো, সে মিথ্যা বলছে।’

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

৭০তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৪৭তম বিজয় বার্ষিকী উপলক্ষে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘তথাকথিত নির্বাচনে আপনারা যদি ৩০০ সিট চান, তাহলে বলেন আমরা দিয়ে দেই। আপনারা আরও পাঁচ বছর থাকবেন, এটাতো বলেই যাচ্ছেন। এভাবে চাওয়া থেকে আমাদের কাছে বলেন। আমরা হাত তুলে মেনে নেই।’

তিনি বলেন, ‘আমি বলবো, সবাই মেনে নিয়েছে। এভাবে নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে ৩০০ লোককে নির্বাচিত করার চেষ্টা চলছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, ‘আপনি তো বলেছেনই, আরও পাঁচ বছর থাকতে চান। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান। এ পাঁচ বছরের পর আরও কিছু কাজ অসম্পূর্ণ থাকবে, তখন আরও পাঁচ বছর থাকার ইচ্ছা প্রকাশ করবেন।’

‘অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সময় এভাবেই বৃদ্ধি করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ। সবাই বলবে আরও পাঁচ বছর থেকে অসম্পূর্ণ কাজ শেষ করি, এটা নিয়মে পরিণত হবে।’

ড. কামাল বলেন, ‘যদি মনে করা হয় মানবাধিকার সংবিধানে লেখা আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি বলবো, চিন্তার অবশ্যই কারণ আছে। এই যে রাস্তায় পুলিশ ধরছে, আমি অবাক হচ্ছি এরা কোন আইনে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এভাবে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা পুলিশের নাই।’

তিনি বলেন, ‘এখন যারা ক্ষমতায় আছেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা কোন ক্ষমতার বলে শাসন করছেন- সেটা আমরা পরে বুঝবো। এখন যেটা করছেন একদমই সংবিধান পরিপন্থী কাজ করছেন।’

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test