E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াত দিয়ে বিএনপির মহানগর কমিটি হয়েছে

২০১৪ জুলাই ২০ ১৭:২৭:৪৮
জামায়াত দিয়ে বিএনপির মহানগর কমিটি হয়েছে

স্টাফ রিপোর্টার : বিএনপির মহানগর কমিটিতে জামায়াত বলয়ের লোকদের স্থান দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের কমিটি থেকে বাদ দিয়ে জামায়াত নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সমুদ্রসীমা জয় ও গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে মুজিব সেনা ঐক্যলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি হুঙ্কার দিচ্ছে আন্দোলনের। তাদের মহানগর কমিটি ঢেলে সাজানো হয়েছে। জামায়াত সম্পৃক্তদের মহানগর কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে।

কামরুল ইসলাম বলেন, বিএনপির আন্দোলন করার মত ক্ষমতা নেই। মহানগরের নতুন কমিটিও আন্দোলন করতে পারবে না। এদের দায়িত্ব দেওয়া হয়েছে সন্ত্রাস করার জন্য। আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দুই ছেলে ওমরার নামে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করার জন্য সৌদি আরবে গেছেন বলেও মন্তব্য করেন।

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ৫ জানুয়ারির নির্বাচনকে ত্রুটিযুক্ত বলার পর অনেকে মনে করছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন হবে। তাদের উদ্দেশে তিনি বলেন, এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচন বা সংলাপের সম্ভাবনা নেই। নির্বাচন হবে নির্ধারিত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, জ্ঞানপাপী বুদ্ধিজীবী ও বিএনপির নেতারা তালপট্টি নিয়ে হা-হুতাশ করছেন। তারা আমাদের সফলতা দেখতে চায় না। বিজয় সহ্য করে না। তাদের সমালোচনা করতে চাই না। আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এসময় তিনি গাজায় হামলায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো গাজায় বর্বরোচিত হামলা করে হত্যা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং তারা পরোক্ষভাবে ইসরায়েলকে মদদ দিচ্ছে। আমরা জেনেছি, জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় সফরে যাবেন। তিনি সফল হবেন কি না জানি না, আমি আশা করি এ এ হামলা বন্ধে তিনি সফল হবেন।

সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক রাষ্ট্রদুত মমতাজ হোসেন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test