E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গভীরভাবে উদ্বিগ্ন’ ড. কামাল

২০১৮ ডিসেম্বর ৩০ ১৬:২৪:২৪
‘গভীরভাবে উদ্বিগ্ন’ ড. কামাল

স্টাফ রিপোর্টার : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘উদ্বিগ্ন খুবই ছোট শব্দ, আমি আসলে গভীরভাবে উদ্বিগ্ন।’

মতিঝিলে গণফোরাম কার্যালয়ে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, ‘সারাদেশ থেকে অনিয়ম, ভোট কারচুপি, হামলা ও গ্রেফতারের তথ্য আমরা পেয়েছি। সারাদেশ থেকে যে তথ্যগুলো আসছে আমরা সেগুলো নোট ডাউন করছি। মিনিটে মিনিটে তথ্য আসছে। বিভিন্ন জেলা থেকে তথ্য আসছে। আমি আশা করছিলাম, একজন অন্তত বলবে এখানে সুন্দর নির্বাচন হচ্ছে। দুঃখের বিষয় কোথাও থেকে সে সুখবর পাইনি।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আমি উদ্বিগ্ন। উদ্বিগ্ন তো একটি নরম শব্দ। এর থেকেও আরও কোনো শক্ত ভাষা আছে কি-না। আসলে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

সাংবাদিকদের ড. কামাল বলেন, ‘ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্রের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। প্রার্থীদের ওপর হামলা, গ্রেফতারের যে ঘটনা ঘটেছে তা স্বপ্নেও ভাবিনি।’

সংবাদ সম্মেলনে ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘সকাল থেকে আমার আসনের কেন্দ্রগুলোতে ধানের শীষের পোলিং এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে আওয়ামী লীগের কর্মী ও পুলিশের সদস্যরা। আজিমপুরে আমার ৪-৫ জন নারী পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তারা যখন র‌্যাবের সাহায্য চায়, র‌্যাব তাদের কেন্দ্রে না নিয়ে বাড়ি পৌঁছে দেয়।’

এ অবস্থায় শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি-না? জানতে চাইলে মন্টু বলেন, ‘এ অবস্থায় নির্বাচন বর্জন করলে ওরা বলবে মাঝপথে ছেড়ে দিয়েছি। আমাদের সিদ্ধান্ত সন্ধ্যা ৬টায় জানানো হবে।’

ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী বলেন, ‘আমার আসনের ৯৮ শতাংশ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ইভিএমে সব আনুষ্ঠানিকতা শেষ করে মার্কার বোতামে চাপ দেয়ার আগে আওয়ামী লীগের কর্মীরা নিজ হাতে নৌকার বোতাম চাপ দিচ্ছেন।’

নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাতে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে ঐক্যফ্রন্ট।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test