E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে : রিজভী

২০১৮ ডিসেম্বর ৩০ ১৭:৩২:১৪
নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে : রিজভী

স্টাফ রিপোর্টার : সারাদেশের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গতকাল রাতেই ভোট জালিয়াতি করা হয়েছে। আর দিনের বেলা নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। এ নির্বাচন সাজানো।’

রবিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় দফা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত করে ক্ষমতার মসনদে থাকবেন শেখ হাসিনা। চেতনার সন্ত্রাস করে মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের মূল চেতনা ভুলণ্ঠিত করে রক্তাক্ত নির্বাচন করছে। এ ভয়ঙ্কর পরিস্থিতির অবসান করবে জনগণ।’

তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের আসনে ৯৫ ভাগ কেন্দ্র দখল করা হয়েছে। নোয়াখালী-৩ এর ১২৯টি কেন্দ্রের ১২৭টি কেন্দ্রই দখল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় প্রার্থীদের ভোট দিতে দেয়া হয়নি। প্রার্থীর এজেন্টদের গ্রেফতার করা হয়েছে।’

ঐক্যফ্রন্টের বিভিন্ন আসনের প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, ‘এ বিষয়ে অফিসিয়ালি আমরা কোনো তথ্য পাইনি। কেন্দ্রীয়ভাবে আমাদের এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test