E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনিসুল হক বিপুল ভোটে বিজয়ী

২০১৮ ডিসেম্বর ৩০ ২১:২৭:৪১
আনিসুল হক বিপুল ভোটে বিজয়ী

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মহাজোট, তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। ইতোমধ্যেই অনেক আসনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়ে গেছে। যার মধ্যে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এই আসনের ১১৮ কেন্দ্রের সবগুলোয় গণনা শেষে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা মো. শামছুজ্জামান ফলাফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে কসবা উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২৫৮ জন ও আখাউড়া উপজেলায় ১ লাখ ৪ হাজার ৪৯ জন ভোটার।

(ওএস/অ/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test