E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করণীয় নির্ধারণে বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট

২০১৮ ডিসেম্বর ৩১ ১৫:৫২:১৫
করণীয় নির্ধারণে বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার : নির্বাচনের ফল বিপর্যয়সহ পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।

নির্বাচনের ফলাফল, কর্মসূচি ও করণীয় ঠিক করতে এ বৈঠক হবে। বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ড. জাফরুল্লাহ চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত থাকবেন।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐক্যফ্রন্টের বৈঠকের আগে গুলশানে বিএনপির স্থায়ী কমিটি ও ২০ দল নেতাদের পৃথক বৈঠক হবে।

গতকাল রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন। জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে দুটি করে আসন।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test