E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন মন্ত্রিসভার সবাই যোগ্য 

২০১৯ জানুয়ারি ০৭ ১৪:৩৩:৩৮
নতুন মন্ত্রিসভার সবাই যোগ্য 

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা আজ (সোমবার) বিকেলে শপথ নেবে। এবারের মন্ত্রিসভায় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরীর মতো আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা জায়গা পাননি। সেই সঙ্গে ঠাঁই হয়নি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জুর মতো শরীক দলের সিনিয়র রাজনীতিকদেরও।

রবিবার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রিসভার যে তালিকা প্রকাশ করেছেন তাতে বিদায়ী মন্ত্রিসভার ৩৬ জনই বাদ পড়েছেন। অপরদিকে এবারই প্রথম মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ২৭ জন। তারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

নতুন মন্ত্রিসভা নিয়ে রবিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তোফায়েল আহমেদ বলেন ‘প্রধানমন্ত্রী উনার পছন্দমত যোগ্য, সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়েই কেবিনেট করেন। আমার মনে হয় তিনি সেজন্যই করেছেন ও ভালোই করেছেন’।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি ৭২ সাল থেকে প্রতিমন্ত্রী, ৯৬ সালে মন্ত্রী ছিলাম। নির্বাচনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন এবং পরে আবার বাণিজ্যমন্ত্রী ছিলাম। সুতরাং আমরা যারা পুরনো নতুনদের তো জায়গা দিতে হবে। একসময় তো যেতে হবে’।

বিদায়ী মন্ত্রিসভার এই সিনিয়র সদস্য বলেন, ‘আমার মনে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য, আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালোভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন’।

(ওএস/এসপি/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test