E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জমে উঠছে বিদেশকেন্দ্রিক রাজনীতি

২০১৪ জুলাই ২১ ১৩:৩৫:২৬
জমে উঠছে বিদেশকেন্দ্রিক রাজনীতি

স্টাফ রিপোর্টার : বিদেশমুখি হয়ে পড়েছে দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর নেতারা বিদেশে যার যার মতো নিজের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করার চেষ্টা করছেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার চারদিনের সফরে লন্ডন যাচ্ছেন। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। প্রধান দুই রাজনৈতিক দলের দুই নেতার এই বিদেশ গমনকে কেন্দ্র করে রাজনীতিতে এখন বিদেশ বিতন্ডা জেঁকে বসেছে।

সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া সৌদি গেছেন দেশবিরোধী ষড়যন্ত্র করতে। আর বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী লন্ডন সফর থেকে আগামী নির্বাচনের বার্তা বয়ে আনবেন। দুই নেত্রী দেশে না ফেরা পর্যন্ত উভয় দলের পরস্পরবিরোধী এই বক্তব্য থামবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

গত ১৯ জুলাই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি স্বপরিবারে ওমরাহ পালন করবেন। তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানও ইতোমধ্যে স্ত্রী ও কন্যাকে নিয়ে মায়ের সাথে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। ওমরা পালন ছাড়াও এখানে মা ও ছেলের মধ্যে দেশের চলমান রাজনীতি এবং দলের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে বিএনপির একাধিক নেতার অভিমত।

অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার যুক্তরাজ্য ও জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) আয়োজনে গার্ল সামিটে অংশ নিতে চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। ২২ জুলাই লন্ডনে দিনব্যাপী ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠেয় গার্ল সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ের পাশাপাশি এতে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।

এদিকে, ৫ জানুয়ারির নির্বাচনকে বিএনপি নেতৃত্বাধীন জোট বলছে ভোটারবিহীন প্রহসন। আর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বিদেশি পর্যবেক্ষকরাও এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, ত্রুটিপূর্ণ বলছে। ভারত ছাড়া অন্য কোন দেশ ৫ জানুয়ারির নির্বাচনকে স্বতঃস্ফূর্ত সমর্থন দেয় নাই।

এ অবস্থায় সরকার দেশে-বিদেশে অস্তিত্ব সংকটে পড়ে। এর মধ্যে প্রধানমন্ত্রী চীন এবং জাপান সফরের মধ্য দিয়ে এ সংকটের অনেকটাই উত্তরণ ঘটিয়েছেন এমন দাবি সরকারের পররাষ্ট্র দপ্তরসহ অন্যান্য নীতিনির্ধারকদের। এবার ব্রিটেন সফরের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের আস্থাও সরকার ফিরে পাবে এমনটাই তারা মনে করছেন।

সরকারের নীতিনির্ধারকরা বলছেন, প্রধানমন্ত্রীর জাপান এবং চীন সফর, এবং ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের মধ্যদিয়ে যেমন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটেছে তেমনি ব্রিটেন সফরেও সেটা অর্জিত হবে। সরকার যে আস্থার সংকটে ছিল তা প্রধানমন্ত্রীর এ সফরে একেবারেই দূর হয়ে যাবে।

অন্যদিকে, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি দল গোছানোর ঘোষণা দিয়ে আন্দোলন থেকে সরে এসেছে। এতে করে দলটি বর্তমানে চরম রাজনৈতিক সংকট অতিক্রম করছে। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গিয়ে মা ও ছেলের যে মিলন হয়েছে তাতে দলের নেতাকর্মীদের মধ্যে এক অন্য রকম উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সৌদি আরবে দলের বর্তমান অবস্থা এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন জিয়া পরিবার। দলের বর্তমান সংকট নিরসনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবার তার মা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নানান পরামর্শ দেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

(ওএস/এটিঅার/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test