E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে : এইচ টি ইমাম

২০১৯ জানুয়ারি ২৫ ১৪:৫৪:৩২
উপজেলা নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে : এইচ টি ইমাম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। দেশে অনেক রাজনৈতিক দল আছে, আমার মনে হয় নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে আত্মহনের মতো কাজ করেছিল। এবার উপজেলা নির্বাচনে না গেলে সেই একই কাজ হবে।

তিনি বলেন, বিএনপি দলগতভাবে না গেলেও তাদের অনেকেই নির্বাচনে যাবেন। আসলে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর তারা আসলে নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না। এটি হচ্ছে মূল বিষয়। কে নির্বাচনে অংশ নেবে, কে নেবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠিত হয়েছিল। তারা পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। সুতরাং উপজেলা নির্বাচনেও যদি তারা না যায়, নির্বাচন থেমে থাকবে না।

অপর এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হবে এটা আমি বলিনি। আমি বলেছিলাম, চায়ের আমন্ত্রণ জানানো হতে পারে। চায়ের আমন্ত্রণ জানানো আর আলোচনা এক কথা নয়।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌‌‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর হবে। এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী বঙ্গবন্ধুর উপর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির পক্ষ থেকে দেশ-বিদেশের বরেণ্য লেখকদের বক্তব্য সম্বলিত একটি প্রকাশনা বের করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এছাড়া শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে এপ্রিল মাসে দু’দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হবে।

প্রচার কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু‌ক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য শেখ তন্ময় প্রমুখ।

(ওএস/এসপি/জানুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test