E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আজান দিয়ে আন্দোলন হয় না’

২০১৪ জুলাই ২২ ১৪:০৯:১১
‘আজান দিয়ে আন্দোলন হয় না’

স্টাফ রির্পোটার : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন বিএনপির আন্দোলন দমনে ১০০ টাকা থেকে ১৫০ টাকাই যথেষ্ট।

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন করলে শুধু মোবাইলে ১০০ থেকে ১৫০ টাকা খরচ করব। তাই যথেষ্ট। আজান দিয়ে আন্দোলন হয় না। আমরা আজান দিয়ে নির্বাচন ও আন্দোলন করি না।’
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতালীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা আন্দোলনের অপেক্ষায় আছি। আমাদের কর্মীদের নির্দেশ দিতে হয় না। আমাদের কর্মীরা জানে, কোন জায়গায় কী করতে হয়। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।’
মায়া বলেন, ‘এক দূত বাংলাদেশে পাড়া দেওয়ার আগেই বললেন, নির্বাচন ত্রুটিযুক্ত। নির্বাচনের সময় আপনি কই ছিলেন? আমরা আপনাকে স্বাগত জানাই। আপনি আসেন। আমরা চাই আপনি বলেন- যাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমরা নাই। বাইরে থেকে ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নাই।’
তিনি বলেন, ‘এদেশের অগ্রগতি ও গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশিরা ষড়যন্ত্র করছে। সবশেষ ওমরা পালনের নামেও ষড়যন্ত্র হচ্ছে। ঈদের পর কিভাবে মসজিদ-মন্দিরে আগুন দেওয়া যায়, সেই ষড়যন্ত্র হচ্ছে। আমরাও প্রস্তুত, দেখি আপনারা কী করেন।’
মায়া বলেন, ‘উনি যেভাবে চলবেন, আমরাও সেভাবে জবাব দেব। উনি কোরআন শরিফে আগুন দেবেন আর আমরা বসে থাকব না। হুমকি, ফাঁকা আওয়াজ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এবার সত্যিকার আন্দোলন করলে স্বাগত জানাব।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test