E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এখন দেশে এক দলীয় শাসন চলছে’

২০১৪ জুলাই ২৩ ১৩:৪৫:৩০
‘এখন দেশে এক দলীয় শাসন চলছে’

স্টাফ রির্পোটার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার জনগণের উত্তাল তরঙ্গে আপনারা ভেসে যাবেন।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ- ভাসানী)’র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায়ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশে করে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আজাহারুল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, ‘গত নভেম্বর ও ডিসেম্বরে কি আন্দোলন দেখেছেন এবার যে জনগণের উত্তল তরঙ্গ হবে তাতে আপনারা ভেসে যাবেন।’
তিনি বলেন, ‘সকল গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র-জনতা কাউকে চুপ করে বসে থেকে নয়, প্রতিবাদে সোচ্ছার হতে হবে।’
ক্ষমতাসীনদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখনও সময় আছে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নিবার্চনের ব্যবস্থা নিন।’
আইনশৃঙ্খলা পরিস্থিত তুলে ধরে তিনি বলেন, ‘এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে র‌্যাব, পুলিশ নিরিহ মানুষদের থানায় তুলে নিয়ে পায়ে গুলি করে বন্দুকযুদ্ধের নামে মেরে ফেলছে।’
এ সময় তিনি সম্পূন্ন রাজনৈতিক পরিবেশ অর্জন না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান।
বিএনপি এই নেতা বলেন, ‘এখন দেশে এক দলীয় শাসন চলছে। শহর কেন্দ্রিক আন্দোলন করে সরকারের পতন হবে না। গ্রাম থেকে গ্রামে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এক দলীয় শাসন পছন্দ করে। তারা ১৯৭৪ সালেও গণহত্যা, নির্যাতন চালিয়েছি। এখন ভিন্ন লেবাসে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test